নিজস্ব প্রতিবেদক : গুজব ছড়িয়ে রাজশাহী মহানগরীতে অতিরিক্ত দামে লবণ বিক্রির অভিযোগে দু’জনকে আটক করেছে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। মঙ্গলবার সন্ধ্যায় তাদের নগরীর সাহেব বাজার এলাকা থেকে আটক করা হয়। এরমধ্যে এক দোকানীকে অতিরিক্ত দামে লবণ বিক্রির দায়ে এবং অন্যজনকে ১২ বস্তা লবণসহ আটক করা হয়। তিনি লবণের বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় আটক হয়। জানা গেছে, গুজব রোধে রাজশাহী জেলা প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার দুপুরের পর
থেকেই অভিযান চালানো হয়। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট আবু আসলাম অতিরিক্ত দাম নেয়ায় একজন দোকানীকে এবং অন্যজনকে আটক করা হয়। আটককৃতদের নাম জানা যায়নি। তিনি বলেন, নির্ধারিত মূল্যের থেকে অতিরিক্ত দামে লবণ বিক্রির অভিযোগে এক লবণ বিক্রেতা ও লবণ নিয়ে যাওয়ার বৈধ কাগজপত্র দেখাতে না পারায় আরেকজনকে আটক করা হয়। এদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজশাহীবাসীকে গুজবে কান না দেওয়ার আহবান জানিয়ে বলেন, লবণের পর্যাপ্ত মজুদ আছে। যারা বেশি দামে লবণ বিক্রি করবে তাদের পুলিশে সোপর্দ করুন।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০