নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন সাকোপাড়া এলাকায় একটি গ্যারেজ থেকে জীবন (২২) নামের এক চালক অটোরিক্সা নিয়ে নিখোঁজ হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বুধবার সকাল থেকেই নিখোঁজ বলে গ্যারেজ ম্যানেজার ও পরিবারের লোকজন দাবি করেছে। ওই অটোরিক্সার নম্বর রাসিক ১৬৫৩। সে ওই এলাকার মৃত মনসুর আলীর ছেলে। এ ঘটনায় নগরীর মতিহার থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। নিখোজ জীবনের স্ত্রী জানায়, তার স্বামী জীবন বুধবার সকালে বাড়ি থেকে অটোরিক্সা চালানোর উদ্দেশ্যে বের হয়ে যায়। এরপর দুুপুর, বিকেল ও রাতেও ফেরেনি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। তারপর থেকে আর তার খোঁজ পাওয়া যায়নি।অটোরিক্সা গ্যারেজের ম্যানেজার শমসের জানান, চালক জীবন বুধবার বেলা ১০টার দিকে অটোরিক্সা
নিয়ে বের হয়ে যায়। রাতে না ফেরায় বিষয়টি তার পরিবারকে জানানো হয়। তারও তার কোন সন্ধান দিতে পারেনি। তার মোবাইলও বন্ধ পাওয়া যাচ্ছে। তার খোঁজ না পাওয়ায় নগরীর মতিহার থানায় অটোরিক্সার মালিক তানভির ফয়সাল থানায় লিখিত অভিযোগ করেছেন। অটোরিক্সার মালিক তানভির ফয়সাল অভিযোগ করে বলেন, অটোরিক্সা নিয়ে বের হওয়ার প্রথম দিনেই সে নিখোঁজ হয়েছে। ধারণা করা হচ্ছে সে অটোরিক্সাটি নিয়ে পালিয়ে গেছে। তার খোঁজ না পাওয়ার কারণে মতিহার থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে নগরীর মতিহার থানার ডিউটি অফিসার এস আই ইমরান বলেন, থানায় ডায়েরি করা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর ২৪ ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০