নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে মহাসড়ক থেকে লুঙ্গি পরিহিত অজ্ঞাতনামা এক ব্যক্তির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোর সাড়ে চারটার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাটাখালী থানা দেওয়ানপাড়া সিটি গেট মহাসড়ক থেকে এ লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তির মরদেহ এর উপর দিয়ে অনেক যানবাহন চলাচল করায় লাশের আকৃতি চেনা যায়নি। একাধিক গাড়ি চলাচল করায় লাশটি ক্ষতবিক্ষত হয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
এ তথ্য নিশ্চিত করে কাটাখালি থানার অফিসার ইনচার্জ ওসি জিল্লুর রহমান জানান, রোববার ভোর সাড়ে চারটার দিকে দেওয়ানপাড়া এলাকার রাজশাহী-ঢাকা মহাসড়কের ওপর একটি লাশ পড়ে আছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তবে কখন কিভাবে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি। রাস্তার ওপর পড়ে থাকা লাশের উপর দিয়ে অনেক গাড়ি চলাচল করায় ক্ষতবিক্ষত হয়ে গেছে। এ কারণে তার মুখ অবয়ব বা আকৃতি চেনা যাচ্ছেনা। লাশের মৃত্যু
কিভাবে হয়েছে তা জানার জন্য ময়নাতদন্ত করা হবে। ময়না তদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। এ বিষয়ে কাটাখালি থানায় একটি অপমৃত্যু মামলা হবে। কিভাবে তার মৃত্যু হয়েছে তা বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত তথ্য জানা যাবে। ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়ে থাকতে পারে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০