নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর বাঘায় মাদক ব্যবসায়ীদের দুই দলের সাথে গুলি বিনিময়ে জিয়ারুল ইসলাম কালু (৩৯) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত মাদক ব্যবসায়ী উপজেলার পাকুড়িয়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল ও ৫৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সুমন দেবসহ ৯ জন আহত হয়েছে। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ তথ্য নিশ্চিত করে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে
খায়ের আলম জানান, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক রাত ২টার দিকে আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। খবর পেয়ে বাঘা থানা পুলিশ ও ঘটনাস্থলে গেলে তারা পুলিশের উপরও হামলা চালায়। পুলিশ আত্মরক্ষার্থে শর্টগানের গুলি চালায়। গুলি বিনিময় শেষে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে কালুকে আহতবস্থায় দেখতে পেয়ে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে
মৃত ঘোষণা করেন। এ সময় ঘটনাস্থল থেকে ৫৩ বোতল ফেন্সিডিল ও একটি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নামে ১০ অস্ত্র ও মাদকের মামলা রয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষ লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০