নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার এসআই মাহবুবুর রহমানকে রেলওয়ে পুলিশে বদলি করা হয়েছে। গত সোমবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহবুবর রহমান পিপিএম এ বদলির নির্দেশ দেন। এর আগে এসআই মাহবুবু রাজশাহী পুলিশ লাইনে ক্লোজড অবস্থায় ছিলেন।
এ তথ্য নিশ্চিত করে রাজপাড়া থানার ওসি বলেন, মাহবুবকে রেলওয়ে পুলিশে বদলি করা হয়েছে বলে শুনেছি।
উল্লেখ্য, গত কয়েকদিন আগে সাংবাদিক সাইদুর রহমানকে নির্যাতনের অভিযোগে তাকে রাজপাড়া থানা থেকে পুলিশ লাইনে ক্লোজড করেন পুলিশ কমিশনার। এরপর সাংবাদিকদের আন্দোলনের মুখে ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়। তারপরেই এই ব্যবস্থা নেওয়া হলো।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০