খবর২৪ঘণ্টা, ডেস্ক: রাজধানীতে চলছে অঘোষিত ‘বাস ধর্মঘট’। বৃহস্পতিবার সকাল থেকে রাজপথে গণপরিবহনের দেখা নেই বললেই চলে। সকালে অফিসগামী যাত্রীদের অনেকে হেঁটেই গন্তব্যে পৌঁছাতে হয়েছে।
রাজধানীর ভেতরে চলাচলকারী বাসের বেশির ভাগই আজ রাস্তায় নামেনি। মিরপুর-মতিঝিল, মোহাম্মদপুর-সায়েদাবাদ, উত্তরা-মতিঝিল রুটে নিয়মিত চলাচলকারী বাসগুলো সড়কে প্রায় দেখাই যায়নি। সকাল ১০টার দিকে ফার্মগেট, শাহবাগ, সাইন্স ল্যাব মোড় ও মিরপুর রোড ঘুরে দেখা যায় কোনও ধরনের বাস চলাচল করছে না।
এছাড়া রোকেয়া সরণি, প্রগতি সরণি, এয়ারপোর্ট রোড, কাজী নজরুল ইসলাম এভিনিউও ছিলো ফাঁকা। কয়েকটি বাস চলাচল করছে, যা প্রয়োজনের তুলনায় সংখ্যায় অত্যন্ত কম। এতে সড়কের বিভিন্ন স্থানে যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অনেকে হেঁটেই গন্তব্যে যাচ্ছেন।
তবে ঢাকার রাস্তায় ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস, পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশা আছে। অনেকটা ফাঁকা রাস্তায় রিকশাও চলছে।
পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, নিরাপত্তাহীনতার কারণে কোনও বাস রাস্তায় নামানো হয়নি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।
খবর২৪ঘণ্টা,কম/জন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০