নিউজ ডেস্ক: জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি রাজনীতির বিষবৃক্ষ। রাজনীতিতে বিষাক্ত সাপ। জামায়াত-জঙ্গিরা হচ্ছে রাজনীতির মানুষরূপী দানব। রাজনীতির মাঠ পুনরুদ্ধারের চেষ্টা করছে এই বিষাক্ত সাপরা।
শনিবার দুপুরে ময়মনসিংহের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা ও মহানগর জাসদের কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
হাসানুল হক ইনু বলেন, ফাঁসি-কারাভোগের পরও বিএনপি এখনও জামায়াতকে তাদের দেহ থেকে বের করে দেয়নি। এই বিষাক্ত সাপ-দানবরা রাজনীতির মাঠ পুনরুদ্ধারের অপচেষ্টা করছে। তারা নির্বাচনকে ব্যবহার করে রাজনৈতিক নিম্নচাপ তৈরির অপচেষ্টা চালাচ্ছে এবং সেই নিম্নচাপের মধ্য দিয়ে চক্রান্তের রাজনীতির ঘূর্ণিঝড় তৈরি করে পরিস্থিতিকে উল্টে দেয়ার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, বিএনপি আজ রাজনীতি থেকে বিদায় নিচ্ছে। জঙ্গি-সন্ত্রাসীরা আজ পরাজিত ও কোণঠাসা। তাই বর্তমানে রাজনীতির মাঠে কোনো প্রতিপক্ষ নেই।
জেলা জাসদের সভাপতি অ্যাডভোকেট গিয়াস উদ্দিনের সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে বক্তব্য রাখেন জাসদের স্থায়ী কমিটির সদস্য নাদের চৌধুরী, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, জেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদিক হোসেন ও মহানগর সভাপতি সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু।
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০