মধ্যরাতে দেশে মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে; যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৬। ভূপৃষ্ঠ থেকে ১১৪ কিলোমিটার গভীরে এ কম্পনের সৃষ্টি হয়। দেশের পূর্ব ও দক্ষিণ-পূর্ব অংশে বৃহস্পতিবার দিনগত রাত ১২টা ২৮ মিনিটের দিকে এটি অনুভূত হয়।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন ইউনিটের ইলেকট্রিক ইঞ্জিনিয়ার মো. হানিফ বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ১২টা ২৮ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমার। ফলে চট্টগ্রামের অংশে বেশি কম্পন অনুভূত হয়। তবে আমরা ঢাকায় কম্পন তেমন টের পাইনি। ঢাকা থেকে ভূমিকম্পের উৎপত্তিস্থলের দূরত্ব ছিল ৪৭৭ কিলোমিটার।
সকাল ৮টা পর্যন্ত সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী, রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, বরিশাল, খুলনা ও বাগেরহাটে ভূকম্পন অনুভূত হয়েছে। তবে ভূমিকম্পের প্রভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) ওয়েবসাইটে জানানো হয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মানদালা থেকে ১৩৫ কিলোমিটার পশ্চিমে এবং ভূপৃষ্ঠ থেকে ১১৪ কিলোমিটার গভীরে।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০