খবর২৪ঘণ্টা ডেস্ক: রাজধানীর মিরপুর শাহআলীর রাইনখোলা এলাকায় ঈগল পরিবহনের একটি বাসের চাপায় রূপনগর থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার সরকার নিহত হয়েছেন। এই ঘটনায় ঘাতক বাসের চালক ও সহযোগীকে আটক করেছে পুলিশ।
রোববার বিকাল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানান শাহআলী থানার উপ-পরিদর্শক (এসআই) শিউলি আক্তার।
তিনি বলেন, বিকালে ডিউটির জন্য এসআই উত্তম থানায় যাচ্ছিলেন। এসময় শাহআলীর রাইনখোলা মোড়ে ঈগল পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই উত্তমের মৃত্যু হয়।
এসআই শিউলি আরও জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। বাসটির চালক ও সহকারীকে আটক করে থানায় নেয়া হয়েছে।
তাৎক্ষণিকভাবে আটকদের নাম পরিচয় জানানো যাচ্ছে না। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে বলে তিনি জানান।
পুলিশ আরও জানায়, মোটরসাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন উত্তম সরকার। এসময় বেপরোয়া গতির ঈগল পরিবহনের বাসটি পেছন থেকে তাকে চাপা দেয়। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতলে মর্গে নেয়া হয়েছে।
নিহত উত্তম কুমার সরকার গত দেড় বছর ধরে রূপনগর থানায় কর্মরত ছিলেন। এর আগে তিনি শাহ আলী ও পল্লবী থানায় কর্মরত ছিলেন।
খবর২৪ঘণ্টা.কম/জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০