খবর২৪ঘণ্টা ডেস্ক:রাজধানীর মিরপুর ও সোহরাওয়ার্দী হাসপাতালে হিজড়াদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই গ্রুপের অন্তত ২০ জন আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যায় মিরপুরে ও রাত ১০টায় সোহরাওয়ার্দী হাসপাতলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, মিরপুরের শের-ই-বাংলা এলাকায় চাঁদা আদায় করতে যায় সোনালী
গ্রুপের হিজড়ারা। এ সময় বেশ কিছু পর্দা নিয়ে পালাতে গেলে সোনালীকে আটক করে
সাধারণ মানুষ। পরে মিরপুর গ্রুপের রাখি সর্দারকে স্থানীয়রা ফোন করলে তাকে
নিয়ে থানায় যান রাখি।
মিরপুর মডেল থানার সামনে রাখি ও সোনালী গ্রুপের মধ্যে মারামারি হয়।
এরপর সোহরাওয়ার্দী হাসপাতালে উভয়পক্ষের লোক চিকিৎসা নিতে আসলে হাসপাতালের
নিচতলায় আবারও তাদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে দুই গ্রুপেরই ২০ জন আহত হয়।
পরে শের-ই-বাংলানগর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০