খবর২৪ঘণ্টা ডেস্ক: রাজধানীর সেগুন বাগিচা এলাকায় আওয়ামী লীগের দুই অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনার জেরে বেশ কয়েক রাউন্ড গুলি ও মোটরসাইকেল ভাংচুর করা হয়।
বুধবার দিবাগত মধ্যরাতে সেগুনবাগিচা কাঁচাবাজারের কাছে প্রায় ৩০ মিনিট ধরে চলে এই সংঘর্ষ। প্রত্যক্ষদর্শী কয়েকজন গোলাগুলি হয়েছে উল্লেখ করে ফেসবুকে পোস্ট দেন।
উত্তেজনার বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ওসি আবুল হাসান বলেন, ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছিল। ঘটনার কিছুক্ষণ পরই পরিস্থিতি শান্ত হয়ে যায়।
তবে গোলাগুলির কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেন ওসি।
শাহবাগ থানা সূত্রে নানা গেছে, বাজারের কছে একটি নির্বাচনী ক্যাম্পে স্বেচ্ছাসেবক লীগের সাইনবোর্ড লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। একপর্যায়ে ছাত্রলীগের কর্মীরা অনেক কর্মী এনে আতংক সৃষ্টি করে ও স্বেচ্ছাসেবক লীগের কর্মীদের ধাওয়া দেয়। পরে স্বেচ্ছাসেবকর্মীরা পালিয়ে যায়।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০