খবর২৪ঘণ্টা ডেস্ক: রাজধানীর তেজগাঁওয়ের বিজয় সরণি এলাকায় সড়ক দুর্ঘটনায় আক্তার জাহান রুম্পা (২৮) নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার ভোরে তেজগাঁও বিজয় সরণি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুম্পা সিলেট ওসমানী নগর বাট আই হাসপাতালের চিকিৎসক ছিলেন। সে চট্টগ্রাম হালিশহরের বাসিন্দা আক্তারুজ্জামানের মেয়ে।
তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মিনহাজ উদ্দিন জানায়, ভোরে বিজয় সরণীতে অজ্ঞাত কোনো যানবাহন একটি সিনএজি অটোরিকশাকে ধাক্কা দিলে সিএনজির যাত্রী ও চালক আহত হয়। পরে যাত্রীকে অজ্ঞাত হিসাবে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরও জানান, এ ঘটনায় আহত সিএনজি চালককে পাওয়া যায়নি। ওই নারী চিকিৎসকের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন ওই চিকিৎসকের সহকর্মী ডা. মহসিন ফারুক।
তিনি জানান, তার বাড়ি চট্টগ্রামের হালিশহরে. বাবার নাম আক্তারুজ্জামান। সে সিলেট ওসমানী নগর বার্ডস চক্ষু হাসপাতালে কর্মরত ছিল। ঢাকার ধানমন্ডি বাংলাদেশ চক্ষু হাসপাতালে তার ইন্টারভিউ ছিল। সে জন্য চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছিলো রুমা। সিএনজি যোগে ধানমন্ডিতে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হয় সে।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০