খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: রাজধানীর গাবতলিতে র্যাবের সঙ্গে গোলাগুলিতে বাদশা নামে এক ডাকাত নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন হানিফ নামে একজন। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে বিদেশি একটি রিভলবার, তিনটি চাপাতি, দড়ি ইত্যাদি উদ্ধার করা হয়।
র্যাব-১০-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকি জানান, বেশ কিছুদিন ধরে তারা খবর পাচ্ছিলেন যে দেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকায় আসা মাছ, মুরগি বহনকারী গাড়িগুলো লক্ষ্য করে রাস্তায় ব্যারিকেড দেয় একদল ডাকাত। পরে এগুলো লুট করে নিয়ে যায় তারা। যাওয়ার সময় ওইসব জিনিস বহনকারীদের হাত পা বেধে নির্জন স্থানে ফেলে যায়।
তিনি আরো জানান, এমন অভিযোগের পর ডাকাত দলকে ধরতে ঢাকার বিভিন্ন এলাকায় তল্লাশি চালায় র্যাব। এরই ধারাবাহিকতায় সোমবার দিবাগত রাতে গাবতলিতে ব্যারিকেড দিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি করে র্যাব। এসময় ছোট ট্রাকে করে মাছ নিয়ে ঢুকছিল ওই ডাকাত দল।
তাদের থামাতে গেলে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এ সময় ছয়জনের মধ্যে চারজন পালিয়ে যায়। আর একজন নিহত ও একজন আহত হয়। নিহত বাদশার বিরুদ্ধে ৩০টি মামলা রয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০