খবর ২৪ঘণ্টা ডেস্ক: রাজধানীর ভাটারার একটি বাসা থেকে এক পুলিশ কর্মকর্তার স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত নারীর নাম মিনা আক্তার (২৫)। তার স্বামী সোহেল রানা ডিএমপির ভাটারা থানায় সহকারি উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত আছেন।
শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে খবর পেয়ে ভাটারার সোলমাইদ এলাকার আব্দুল লতিফের বাড়ি থেকে মিনার লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, মিনা টাঙ্গাইলের ঘটাইলের শুকুর মাহমুদের কন্যা। আব্দুল লতিফের বাড়িতে স্বামী সোহেলের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন মিনা। নিহতের গলায় দাগ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।
ভাটারা থানার এসআই আল ইমরান জানান, নিহতের স্বামীর কাছে আমরা জানতে পেরেছি গত রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। পরে মিনা পাশের রুমে গিয়ে দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
তিনি আরো বলেন, খবর পেয়ে পুলিশ রাত তিনটার দিকে ওই বাসায় গিয়ে খাটের ওপর থেকে লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে রাখা হয়েছে। প্রাথমিক তদন্তে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
খবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০