খবর২৪ঘণ্টা নিউজ ডেস্ক: রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকনিকের বাস উল্টে গেছে। এতে বাসটির হেলপার নিহত হয়েছেন। এ অন্তত ২৫ জন আহতের খবর পাওয়া গেছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী থেকে রাঙ্গামাটিগামী পিকনিকে বাসটি সাপছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
তবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। বাসের যাত্রীরা পেনডেক্স ফার্নিচার নামে একটি চায়না প্রতিষ্ঠানে কর্মরত।
বাসের যাত্রী মো. সালমান (২৮) বলেন, আমরা কর্ণফুলী থেকে রাঙ্গামাটিতে বনভোজনে এসেছি। বাসে যাত্রী ছিল ৬০ জনের মত। সকালে রাঙ্গামাটির সাপছড়ি এলাকায় পৌঁছালে হঠাৎ বাসটি উল্টে যায়। এতে বাসের হেলপার নিহত হন। আহতদের তাৎক্ষণিক রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শওকত আকবর জানান, আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বেশির ভাগ যাত্রীর শরীরে হালকা কাটাছেঁড়া রয়েছে। কেউ গুরুতর আহত নেই।
খবর২৪ঘণ্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০