খবর২৪ঘণ্টা ডেস্ক: রাঙামাটির কাপ্তাই উপজেলায় গুলি করে দুই যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা আজ সোমবার বিকেলে উপজেলার রাইখালী ইউনিয়নের কারিগরপাড়া বাজারে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মংসানু মারমা (৪০) ও জাহিদ হোসেন (২২)।
কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানার ওসি আশরাফ উদ্দিন জানান, আমি খবর পেয়েই ঘটনাস্থলে এসে দুটি গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখছি।
কিন্তু কারা কী কারণে এদের গুলি করে হত্যা করেছে সেটা কেউ জানাতে পারছে না। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় সনাক্ত করা যায়নি। এই হত্যাকান্ডেরর পেছনের কারণ বের করতে পুলিশ চেষ্টা করছে বলে জানান ওসি।
খবর২৪ঘণ্টা, এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০