সংবাদ বিজ্ঞপ্তি :
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) কর্মচারী সংসদ সিবিএ রাজশাহী জোনের জোনাল কমিটি ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার সকাল ১০টায় রাজশাহী জোনাল অফিসে সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতিত্ব করেন, রাকাব কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক আনোয়ার সাদাৎ।
রাজশাহী জোনের কমিটিতে সভাপতি হিসেবে রাকাব রাজশাহী দাউকান্দি শাখার সুপারভাইজার মো. মাসুদ রানা, সাধারণ সম্পাদক হিসেবে রাকাব রাজশাহী খড়খড়ি শাখার সুপারভাইজার মোস্তাফিজুর রহমান শিশির, কার্যকারী সভাপতি রাকাব রাজশাহী হুজরিপাড়া শাখার ডাটা এন্ট্রি অপারেটর মখলেসুর রহমান।
সাধারণ সভায় উপস্থিত ছিলেন, রাকাব সিবিএ’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি এসএম আব্দুল হান্নান ও সাধারণ সম্পাদক আবু নাঈম মো. ফজলে রাব্বী, যুগ্মসাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, সহসাধারণ সম্পাদক আশরাফুল হক নিজামী, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও রাকাব প্রধান কার্যালয়ের এবং রাজশাহী জোনের কর্মচারীবৃন্দ।
খবর ২৪ ঘন্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০