সংবাদ বিজ্ঞপ্তি : তিনজন উপ-মহাব্যবস্থাপক তৌহিদা খাতুন, মাজদার রহমান এবং জিএম রুহুল আমিন গত ২ ফেব্রুয়ারী ২০২০ তারিখের এক সরকারী প্রজ্ঞাপন বলে পদন্নোতিপ্রাপ্ত হয়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে মহাব্যবস্থাপক হিসেবে যোগদান করেছেন। মহাব্যবস্থাপক হিসেবে যোগদানের পূর্বে তৌহিদা খাতুন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে উপ-মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তৌহিদা খাতুন ১৯৮৪ সালে বিকেবিতে সিনিয়র অফিসার হিসেবে যোগদান করেন। তিনি রাজশাহী বিশ্ব বিদ্যালয় হতে পরিসংখ্যানে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। মাজদার রহমান ১৯৮৩ সালে
রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। তিনি ইতিপূর্বে কর্মসংস্থান ব্যাংক, প্রধান কার্যালয় ও মাঠ পর্যায়ে কর্মরত ছিলেন। জিএম রুহুল আমিন ১৯৮৩ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হতে ভূগোল-এ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ইতিপূর্বে ১৯৮৬ সালে গ্রামীণ ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদান করে ১৩ বৎসর মাঠ ও প্রধান কার্যালয়ে কর্মরত ছিলেন। পরবর্তীতে ১৯৯৯ সালে কর্মসংস্থান ব্যাংকে প্রিন্সিপাল অফিসার হিসেবে যোগদান করে মাঠ পর্যায়ে ও প্রধান কার্যালয়ে কর্মরত ছিলেন।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০