গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ১ নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিল্ডিং এর বেহাল দশার কারণে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে শিক্ষা কার্যক্রম। ১৯১৮ সালে স্থাপিত এই স্কুলটির পুরনো ভবনটি ১৯৯৫-৯৬ সালের অর্থ বছরে পূনঃনির্মাণ করা হলেও সম্প্রতি ওই ভবনের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। একটু বৃষ্টি হলেই ভবনটি রসে যায়।
ভবনটিতে ৩টি শ্রেণি কক্ষের মধ্যে একটি অফিস কক্ষ ও অপর দুটি শ্রেণি কক্ষ হিসেবে ব্যবহৃত হচ্ছে। সম্প্রতিকালে সরেজমিনে গিয়ে দেখা গিয়েছে দীর্ঘ ২৫ বছর আগে সংস্কার করা ওই ভবনটির ছাদের প্লfস্টারগুলো খুলে খুলে পড়ছে। এর মধ্যেই ঝুঁকি নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের দৈনন্দিন কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে।
এ পুরনো ভবনটির দ্রুত সংস্কার না করলে যে কোন সময় দূর্ঘটনার স্বীকার হতে পারে শিক্ষক-শিক্ষার্থীরা। তাই এলাকাবাসী সহ শিক্ষক-শিক্ষার্থীরা ভবনটির দ্রুত সংস্কারের জোর দাবি জানিয়েছে।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০