গোমস্তাপুর, ( চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভায় প্রতিক বরাদ্দের পর পরই প্রার্থীরা ভোট চাইতে নেমে পরেছেন। প্রার্থীগন ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, ভোট প্রার্থনা করছেন এবং দোয়া চাইছেন। রহনপুর পৌরসভার বিভিন্ন মহল্লা, হাট-বাজারে প্রার্থীদের ছবি ও প্রতিক সম্বলিত পোষ্টার শোভা পাচ্ছে। সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার, রহনপুর পৌরসভা নির্বাচন ২০২১ এবং গোমস্তাপুর উপজেলা নির্বাচন অফিসার উপস্থিত থেকে মেয়র, সাধারণ আসনের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরদের মাঝে প্রতিক বরাদ্দ করেন। মেয়র পদে ১ জনের প্রার্থীতা প্রত্যাহারের
পর প্রার্থী রয়েছেন ৭জন। তারা হলেন, বিএনপি মনোনীত বর্তমান মেয়র তারিক আহমদ (ধানের শীষ), বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত সাবেক মেয়র গোলাম রাব্বানী বিশ^াস (নৌকা), ডা: মু: মফিজউদ্দিন (বিএনপি বিদ্রোহী-সতন্ত্র) নারিকেল গাছ, আশরাফুল হক (বিএনপি বিদ্রোহী-সতন্ত্র) জগ, বাংলাদেশ কংগ্রেস মনোনীত মোসা: জোহনা খাতুন (ডাব), মো: মতিউর রহমান খান (আওয়ামীলীগ বিদ্রোহী-সতন্ত্র) চামুচ ও মো: নুরে আলম সিদ্দিকী (আওয়ামীলীগ বিদ্রোহী-সতন্ত্র) মোবাইল ফোন। ১ জনের প্রার্থীতা প্রত্যাহারের পর সাধারণ আসনের কাউন্সিলর পদে রয়েছেন ৪২ জন। তন্মধ্যে ১নং ওয়ার্ডে-৫ জন, ২নং ওয়ার্ডে- ৪ জন, ৩নং ওয়ার্ডে- ৪ জন, ৪নং ওয়ার্ডে- ৬ জন, ৫নং ওয়ার্ডে- ৩ জন, ৬নং ওয়ার্ডে- ৭ জন, ৭নং ওয়ার্ডে- ৫ জন,
৮নং ওয়ার্ডে- ৩ জন ও ৯নং ওয়ার্ডে- ৫ জন। সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে রয়েছেন ১৭ জন তন্মধ্যে ১নং ওয়ার্ডে- ৩ জন, ২নং ওয়ার্ডে- ৮ জন ও ৩নং ওয়ার্ডে- ৬ জন। রহনপুর পৌরসভায় মোট ভোটারসংখ্যা ২৭হাজার ৯৭। পুরুষ ১৩১৮৪ মহিলা ১৩৯১৩। ভোটকেন্দ্র ১১টি। উপজেলা নির্বাচন অফিসার আশা করেন শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। আগামি ৩০ জানুয়ারি ব্যালটের মাধ্যমে রহনপুর পৌরসভায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০