খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: মাত্র ১৯ বছর বয়সেই একের পর এক চমক উপহার দিয়ে যাচ্ছেন আফগানিস্তানের রশিদ খান। এরই মধ্যে ক্রিকেটের একাধিক রেকর্ড নিজের করে নিয়েছেন এই স্পিনার। রোববার বাংলাদেশের বিপক্ষে ম্যাচে নতুন আরেক রেকর্ডের মালিক হলেন রশিদ।
ভারতের দেরাদুনে রাজিব গান্ধী স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাটে দ্রুততম ৫০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন এই আফগান। সময়ের বিবেচনায় (২ বছর ২২০ দিন) দ্রুততম ৫০ উইকেট পাওয়ার রেকর্ড এখন তার, যদিও ম্যাচ বিবেচনায় তিনি আছেন দ্বিতীয় নম্বরে।
রোববারের ম্যাচে নিজের করা প্রথম ওভারের প্রথম বলেই মুশফিকুর রহিমের উইকেট নেন রশিদ। ম্যাচ শুরুর আগে উইকেটের হাফ সেঞ্চুরি পূর্ণ করতে ১ উইকেট দূরে ছিলেন তিনি। মুশফিকের উইকেটে সেই রেকর্ড ছুঁয়ে ফেলে পরের বলেই নিয়ে নেন সাব্বির রহমানের উইকেট। এরপর মোসাদ্দেক হোসেনকেও আউট করেন। সব মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে ৩ ওভারে ১৩ রানে ৩ উইকেট নেন রশিদ খান।
রশিদ খানের আগে সময়ের বিবেচনায় দ্রুততম ৫০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন পাকিস্তানের সাঈদ আজমল (২ বছর ২৯৬ দিন)। ম্যাচ বিচেনায় ৩১ ম্যাচে মাইলফলকে পৌঁছেছেন রশিদ খান। তার আগের অবস্থানে থাকা শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস মাত্র ২৬ ম্যাচে ৫০ উইকেটের মাইলফক ছুঁয়েছেন। রশিদ খানের সঙ্গে সমান ৩১ ম্যাচে ৫০ উইকেট পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির।
টি-টোয়েন্টিতে ৫০ উইকেট নেওয়ার রেকর্ড গড়ার আগেই ওয়ানডেতে দ্রুততম ১০০ উইকেটের মালিক হয়েছেন রশিদ। মাত্র ৪৪ ম্যাচে রেকর্ড একশ উইকেট পেয়েছিলেন এ লেগ স্পিনার।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০