খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: মাত্র ১৯ বছর বয়সেই উইকেটের বন্যা বইয়ে দিচ্ছেন আফগান লেগ স্পিনার রশিদ খান। সবচেয়ে কম বয়সে উইকেটের সেঞ্চুরি গড়ে অনন্য এক মাইলফলক গড়লেন তিনি।
ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দ্রুততম ১০০ উইকেট নেয়ার রেকর্ড ছিল অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্কের। মাত্র ৫২ ম্যাচ খেলেই দ্রুততম উইকেট শিকারীদের শীর্ষে ছিলেন তিনি। আর মাত্র ৪৪ ম্যাচেই ১০০ তম ওয়ানডে উইকেটের মালিক হলেন আফগান লেগ স্পিনার রশিদ খান।
ক্যারিবিয়দের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ফাইনালে সাই হোপকে এলবিডব্লিউ করেই শততম উইকেটের মালিক হয়ে গেলেন তিনি।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০