নিজস্ব প্রতিবেদক :
পবিত্র মাহে রমজান মাসে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুর ১২ টা থেকে রাজশাহী মহানগরীর কয়েকটি বাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে মনিটরিং করা হয়।
দুপুর ১২ টার দিকে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নের্তৃত্বে হড়গ্রাম বাজার থেকে বাজার মনিটরিং শুরু হয়।
বাজার মনিটরিংকারী দলটি হড়গ্রাম বাজার থেকে শুরু করে সাহেব বাজার এলাকার কাঁচামাল ব্যবসায়ীদের সাথে ঘুরে ঘুরে কথা বলেন। দাম না বাড়াতে ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে ব্যবসায়ীদের অনুরোধ করা হয়। দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।
বাজার মনিটরিংয়ের সময় উপস্থিত ছিলেন, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সালাহউদ্দীন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সুব্রত পাল, নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফ আসিফ রহমান, শারমিন আক্তার, তাসলিমা জাহান প্রমূখ।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০