খবর২৪ঘণ্টা.কম: জাতীয় সমাজ তান্ত্রিক দল- জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের বাসায় বৈঠক চলাকালে বাইরে মিছিল করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। বেলা সাড়ে তিনটা থেকে ওই বাসায় বিএনপি, জাতীয় ঐক্য প্রক্রিয়া ও যুক্তফ্রন্টের নেতারা বৈঠকে বসেন। বৈঠক চলাকালে সন্ধ্যা পৌনে ৬ টার দিকে সরকারি দলের ৩০-৪০ জন নেতাকর্মী রবের বাড়ির সামনে দফায় দফায় মিছিল করেন।
মিছিলটি উত্তরা রাজলক্ষীর দিক থেকে এসে ৪ নম্বর সড়কের প্রায় শেষ মাথা পর্যন্ত গিয়ে ফিরে আসে। তিনবার আ স ম আবদুর রবের বাসার সামনে দিয়ে মিছিলটি প্রদক্ষিণ করে। শেষবার বাসার সামনে দাঁড়িয়ে শ্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা। পরে তারা মিছিল নিয়ে রাজলক্ষীর দিকে চলে যায়। মিছিল থেকে তারা 'একাত্তরের দালালেরা, হুঁশিয়ার সাবধান', 'বাড়াবাড়ি করিস না, পিঠের চামড়া থাকবে না' সহ বিভিন্ন শ্লোগান দেন। সূত্র: মানবজমিন
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০