রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক বক্তব্য দেওয়া ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানীকে নেত্রকোণা থেকে আটক করেছে র্যাব। আজ বুধবার সকালে নেত্রকোণা থেকে আটক করে তাকে ময়মনসিংহে নিয়ে আসা হয়।
র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক ইমরান খান বুধবার (৭ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন।
এই বিষয়ে নেত্রকোনার পুর্বধলা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. শিবিরুল ইসলাম জানান, গতকাল মধ্যরাত তিনটার দিকে রফিকুল ইসলাম মাধানীকে লেডির কান্দা তার নিজ বাসা থেকে র্যাব তাকে আটক করে।
এর আগে গেল ২৫ মার্চ মতিঝিল শাপলা চত্বরে ছাত্র ও যুব অধিকার পরিষদের মোদিবিরোধী মিছিল থেকে রফিকুল ইসলামকে পুলিশি হেফাজতে নেওয়ার পরে আবার ছেড়ে দেওয়া হয়।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০