খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: রণবীর সিংয়ের ‘সিম্বা’ ছবির নায়িকা কে, সে নিয়ে জল্পনা কল্পনা ছিল তুঙ্গে৷ মাঝে তো বলিপাড়ায় এমনও গুঞ্জন ছড়িয়েছিল যে হিরোইন নাকি নেটদুনিয়ার সেনসেশন প্রিয়া প্রকাশ ভ্যারিয়ার৷
তবে সব গুজবের অবসান ঘটিয়ে রোহিত শেট্টি এবং করণ জোহার সোশ্যাল সাইটে ঘোষণা করলেন ছবির অভিনেত্রী হলেন সারা আলি খান৷
রণবীরের বিপরীতে ডেবিউটান্ট, এই খবর প্রকাশ পেতে না পেতেই অনুরাগীদের উত্তেজনার পারদ বেড়ে চলেছে ক্রমশ৷ তবে সূত্রের খবর, ছবির নির্মাতাদের হিরোইনের তালিকায় প্রথম পছন্দ কিন্তু সইফ কন্যা নয়, ছিলেন আরেক নিউকামার৷ সদ্য প্রয়াত শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কাপূরকেই বেছে নেওয়া হয়েছিল রণবীরের লাভ ইন্টারেস্টের চরিত্রে৷
তবে রণবীর সিংয়ের মত অভিনেতার সঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করতে নারাজ জাহ্নবী, কিন্তু কেন? যেখানে অসংখ্য মেয়েদের আকাঙ্ক্ষা প্রথম ছবিতে তাবড় তাবড় শিল্পীদের সাথে কাজ করা সেখানে জাহ্নবী কেন পিছপা হলেন?
সেই কারণের ওপর আলোকপাত করল এক সূত্র৷ শ্রীদেবী-কন্যা চান জীবনের প্রথম ছবিতেই দর্শকের চোখ যেন তাঁরই দিকে আটকে থাকে৷ তবে সিনেমার পর্দায় যখন রণবীরের মতো এন্টারটেইনার থাকেন তখন এরকম ইচ্ছা পূরণ হওয়াটা বেশ কঠিন বলেই বুঝেছিলেন জাহ্নবী৷ ফলত এমন পদক্ষেপ নিতে বাধ্য হন অভিনেত্রী৷ তাই জন্যই ইশান খট্টরের সঙ্গে ‘ধড়ক’ ছবিটি সাইন করেন তিনি৷ যেটি রিলিজ করবে এই বছরের ৬ জুলাই৷
এদিকে, ২০১৫ সালে মুক্তি পাওয়া তেলুগু ছবি ‘টেম্পার’র রিমেক ‘সিম্বা’৷ ফিল্মে রণবীর সিং সংগ্রাম ভালেরাও ভূমিকায়৷ একটি মেয়ের আবির্ভাবে সেই কুখ্যাত পুলিশ অফিসার সংগ্রামের জীবনে ঘটে আমূল পরিবর্তন৷ এই নিয়েই এগোবে ছবির গল্প৷ রোহিত শেট্টি পরিচালিত ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ২৮ ডিসেম্বর৷
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০