খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: রংপুরে খাদেম রহমত আলী হত্যা মামলায় জেএমবি’র ৭ সদস্যের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বাকী ৬ জন খালাস পেয়েছেন। রোববার বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার এই রায় দেন।
এর আগে ১৬ জনের স্বাক্ষ্যগ্রহণ করেন আদালত। এই মামলায় মোট ১৩ জনের বিরুদ্ধে সম্পূরক চার্জশিট দেয় পুলিশ। এদের মধ্যে ১১ জন কারাগারে। বাকী ২ জন পলাতক। জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলার চার্জশিটেও নাম আছে তাদের।
২০১৫ সালের ১০ নভেম্বর কাউনিয়ার টেপা মধুপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে কুপিয়ে হত্যা করা হয় খাদেম রহমত আলীকে। এরপর রহমত আলীর ছেলে সফিকুল ইসলাম হত্যা মামলা দায়ের করেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০