খবর২৪ঘণ্টা.কম,ডেস্ক:মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্সের বিপক্ষে লড়ছে টানা পাঁচ ম্যাচ হারা নাসির হোসেনের সিলেট সিক্সার্স। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রংপুরের দলপতি মাশরাফি। নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে সিলেট ১৭৩ রান তুলেছে।
সিলেট-ঢাকা পর্বের পর চিটাগংয়ে দারুণ ফর্মে রংপুর। শিরোপায় চোখ রাখা গেইল-মালিঙ্গা-ম্যাককালামরা টেবিলের চার নম্বরে অবস্থান করছে। ৮ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে মাশরাফির দল চার নম্বরে থাকলেও এক ম্যাচ বেশি খেলা নাসির-সাব্বিরদের সিলেট ৭ পয়েন্ট নিয়ে রংপুরের ঠিক নিচে অবস্থান করছে।
ব্যাটিংয়ে নেমে সিলেটের ওপেনার নুরুল হাসান সোহান ব্যক্তিগত ৫ রান করে বিদায় নেন। আরেক ওপেনার আন্দ্রে ফ্লেচার ফেরেন ২৬ রান করে। তিন নম্বরে নামা সিলেটের দলপতি নাসির হোসেন ৪ রান করে দ্রুতই ফেরেন। টপঅর্ডারের এই তিন ব্যাটসম্যনকেই ফিরিয়ে দেন রংপুরের স্পিনার নাজমুল ইসলাম। পরে পাকিস্তানি ব্যাটসম্যান বাবর আজমকেও রান আউট করেন নাজমুল।
বাবর আউট হওয়ার আগে খেলেন ৫৪ রানের ইনিংস। তার ৩৭ বলের ইনিংসে ছিল চারটি চার আর একটি ছক্কার মার। সিলেটের আইকন সাব্বির রহমান ৩৭ বলে করেন ৪৪ রান। মাশরাফির দুর্দান্ত এক ইয়র্কারে বোল্ড হওয়ার আগে তিনি ৫টি বাউন্ডারি হাঁকান। রস হোয়াইটলি ১০ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন। টিম ব্রেসনান ৫ বলে ১৬ রানে অপরাজিত থাকেন।
রংপুরের স্পিনার নাজমুল ইসলাম ৪ ওভারে ১৮ রান দিয়ে তুলে নেন তিনটি উইকেট। সামিউল্লাহ সেনওয়ারি ৪ ওভারে ২৮ রান খরচায় কোনো উইকেট পাননি। দলপতি মাশরাফি ৪ ওভারে ৩৯ রানের বিনিময়ে নেন ১ উইকেট। টাইগার পেসার রুবেল হোসেন ২ ওভারে ২৬ রানের বিনিময়ে উইকেট পাননি। লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা ৪ ওভারে ৪৫ রান দিয়েও কোনো উইকেট পাননি। ইংলিশ অলরাউন্ডার রবি বোপারা ২ ওভারে ১৫ রানের বিনিময়ে উইকেট শূন্য থাকেন।
চলমান আসরের ৩১তম ম্যাচে রংপুর-সিলেট মুখোমুখি হলেন
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০