রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) দুই ছাত্রীকে যৌন হয়রানির দায়ে একই ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক বিষ্ণুকুমার অধিকারীকে সকল একাডেমিক কার্যক্রম থেকে ছয় বছরের জন্য অব্যাহতির সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেল।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ৫০৪তম সিন্ডিকেট সভায় সুপারিশটি এজেন্ডা হিসেবে উত্থাপিত হয়। এসময় শিক্ষক বিষ্ণুকুমার অধিকারীকে আত্মপক্ষ সমর্থনের জন্য সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়।
বিষয়টি নিশ্চিত করে সিন্ডিকেট সদস্য অধ্যাপক আব্দুল আলীম বলেন, ছাত্রীকে যৌন হয়রানির দায়ে আইইআর এর শিক্ষক বিষ্ণু কুমার অধিকারীকে ছয় বছরের জন্য সকল একাডেমিক কার্যক্রম থেকে অব্যহতির সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেল। তাছাড়া ছয় বছরের অব্যাহতিকালে ওই শিক্ষককে কোনো প্রমোশন ও চাকরির বেতন না বাড়ানো এবং ক্লাস-পরীক্ষা থেকে বিরত রাখার সুপারিশ করা হয়েছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, ২০১৯ সালে ওই শিক্ষকের বিরুদ্ধে দুজন শিক্ষার্থী উত্ত্যক্ত ও যৌন হয়রানির লিখিত অভিযোগ দেন। এ ঘটনায় ইনস্টিটিউটের পরিচালক আবুল হাসানকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ওই বছরের ২১ জুন তদন্ত কমিটির আহ্বায়ক প্রাথমিক তদন্তে যৌন হয়রানির অভিযোগের সত্যতা পায় এবং তাকে সাময়িক অব্যহতি দেয়া হয়। পরবর্তীতে উপাচার্য বিষয়টি তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেলকে দায়িত্ব দেন। সম্প্রতি সেলের পক্ষ থেকে বিষ্ণুকুমার অধিকারীকে দায়ী করে কয়েক দফা শাস্তির সুপারিশ করা হয়।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০