খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: যৌনতা বড় বিষম বস্তু৷ এই সময় একটু এদিক ওদিক হয়ে গেলেই বিপদ৷ তাই সচেতন থাকতে হয় সর্বক্ষণ৷ যৌনতা কীভাবে করবেন, কখন করবেন এই নিয়ে নানা মুনির নানা মত৷ কিন্তু সেসব মানতে গেলে আবার সমস্যা৷ সুখ কিছুতেই ধরা দেয় না৷ বিছানায় যত রকম আদর, সবই হয়৷ কিন্তু মুনিদের মত ফলাতে গেলে সুখভোগে বাধা পড়ে৷ তাই যৌনতা সবসময়ই দরকার খুল্লমখুল্লা৷ কিন্তু ওই যে বলে না, ভালোর উপর আরও একটু ভালো? তা তো হতেই পারে৷ তার জন্য জাস্ট মাথায় রাখতে হবে কয়েকটি টিপস৷
বেশি বকবক নয়
কথা বলুন৷ কিন্তু বেশি নয়৷ যতটুকু দরকার, ততটুকুই৷ তাবলে আবার টু দা পয়েন্টও নয়৷ কথা বলতে বলতে ঘনিষ্ঠ হলে নাকি আবেগ বাড়ে৷ তাই প্রয়োজনমাফিক কথা বলুন৷ মাত্রাতিরিক্ত নয়৷ বেশি কথা কিন্তু মুড চটকে দিতে পারে৷
নেতিবাচকতা ঝেড়ে ফেলুন
আপনার পার্টনারের যা কিছু নেগেটিভ, তা কিন্তু বলার সময় নয় এটা৷ তাই নেতিবাচক চিন্তাভাবনা ঝেড়ে ফেলুন৷ পার্টনারের বডি শেপ বা যা কিছু বললে তাঁর খারাপ লাগে, তা নিয়ে কিন্তু ভুলেও কোনও উচ্চবাচ্য করবেন না৷ তাতে সেই সময়কার আবেগ তো মাঠে মারা যাবেই, উলটে বরবারের জন্য আপনি হতে পারেন ব্ল্যাক লিস্টেড৷
ফোন, নৈব নৈব চ
ভুল করেও এই সময় ফোন রিসিভ করবেন না বা কাউকে ফোন করবেন না৷ দরকার হলে ফোন সাইলেন্ট করে রাখুন৷ কোনও প্যাশনেট মুহূর্তে ফোন ধরা মানে আপনি আপনার পার্টনারের প্রতি মনোযোগ দিচ্ছেন না৷ তা কিন্তু কখনই কাম্য নয়৷
ঝুঁকি মুক্ত থাকুন
সেক্স করুন৷ কিন্তু সাবধানে৷ আবেগের বশে প্রোটেকশন নিতে ভুলে যাবেন না৷ যৌনতা থেকে ছড়াতে পারে বিভিন্ন রোগ৷ সেগুলো থেকে সচেতন থাকুন৷ তাই হাজার ব্যস্ততাতেও প্রোটেকশন নিন৷ সেটা ভুলেও ভুলে যাবেন না৷
শক্ত কাঠ হবেন না
যৌনতা উপভোগ করুন৷ এই সময় কখনই শক্ত কাঠের মতো হয়ে থাকবেন না৷ যেভাবে খুশি বডি মুভমেন্ট করুন৷ আনন্দ পাবেন৷ যৌনতার সময় কখনই লজ্জা পাবেন না৷
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০