নিজস্ব প্রতিবেদক : যৌতুকের দাবিতে রাজশাহীর তানোরে স্ত্রীকে নির্মমভাবে সিগারেটের ছ্যাকা দেয়ায় ওই গৃহবধূর স্বামী তোতা মিয়া (২৫) কে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি তানোর উপজেলার মাসিন্দা সইপাড়া এলাকার রহমত আলীর ছেলে। আজ রোববার তাকে আটক করা হয়।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান,
চলতি মাসের ১৬ তারিখ রাত অনুমানিক ১০ টার দিকে পঞ্চাশ হাজার টাকার যৌতুকের দাবিতে স্ত্রীর শরীরের বিভিন্ন জায়গায় জ্বলন্ত সিগারেটের ছ্যাঁক দিয়ে নির্মমভাবে নির্যাতন করে ও মারপিট করে জখমপ্রাপ্ত করে। এ বিষয়ে তানোর থানায় মামলা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০