খবর২৪ঘণ্টা স্পোর্টস ডেস্ক: গত কয়েকটি বড় আসরের ন্যায় এবারও কয়েকটি দলকে অ্যাওয়ে জার্সি নিয়ে বিশ্বকাপে অংশ নিতে হচ্ছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশও। গত শনিবার অ্যাওয়ে জার্সি হিসেবে লাল রঙের জার্সি প্রকাশ করে বাংলাদেশ দল। তবে শুধু বাংলাদেশ নয়, বিশ্বকাপে আরও চারটি দলকে এবার অ্যাওয়ে জার্সি বানাচ্ছে।
ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান পড়েছে এই তালিকায়। একাধিক দলের মূল জার্সির রং প্রায় একই হওয়াতে ক্রিকেটেও অ্যাওয়ে জার্সির পরিকল্পনা।
বিশ্বকাপে বাংলাদেশের দু'টি জার্সি। একটি সবুজ, অন্যটি লাল। বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান দলের মূল জার্সির রং প্রায় একই হওয়ায় এ তিন দলের ম্যাচে যে কোনো একদলকে অ্যাওয়ে জার্সি পরিধান করতে হবে।
জানা গেছে, আগামী ২ জুন বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশকে অ্যাওয়ে জার্সি পরতে হবে। একই সঙ্গে বিশ্বকাপের সূচি অনুযায়ী লাল জার্সি দিয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচ আগামী ৫ জুলাই পাকিস্তানের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০