বিনোদন,ডেস্ক: বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর জানান, বহু বছর আগে এক পরিচালক তাকে যৌন হেনস্তা করেছিলেন। কিন্তু তিনি যে যৌন হেনস্তার শিকার হয়েছিলেন, তা সে সময় বুঝতেই পারেননি। আর সেই পরিচালকের নামও প্রকাশ্যে বলেননি তিনি।
স্বরা বলেন, ‘‘ছয় থেকে আট বছর আমার বুঝতে সময় লেগেছিল। সে সময় কোনো একটা আলোচনায় আমি অন্য কাউকে তার হেনস্তার কথা বলতে শুনেছিলাম। তখন আমি ভেবেছিলাম, আমার সঙ্গে যেটা হয়েছিল কাজের জায়গায় সেটাও তো তা হলে যৌন হেনস্তা! আমাকে রীতিমতো লুট করেছিল ওই পরিচালক।’’
সে সময় স্বরার বয়স অনেক কম ছিল। অনভিজ্ঞতার কারণেই খারাপ আচরণের মানে বুঝতে পারেননি তিনি। ‘‘এখনো আমরা বাচ্চা মেয়েদের বোঝাই না, খারাপ আচরণের মানেটা কী। তারা হয়তো শুধু অস্বস্তিটা বোঝে, যেমন আমারও অস্বস্তি হয়েছিল’’- এ মন্তব্যের মাধ্যমে আরও বেশি সচেতন হওয়ার বার্তা দেন তিনি।
বলিউডে যৌন হেনস্তা নিয়ে প্রতিবাদ শুরু করেছিলেন তনুশ্রী দত্ত। অভিযোগের তীর ছিল বলিউড অভিনেতা নানা পাটেকরসহ আরও কয়েকজনের দিকে। তার পর থেকেই #মিটু ঝড়ে উত্তাল হয়েছিল বলিউড। বহু তারকা নিজেদের যৌন হেনস্তার ঘটনা প্রকাশ্যে জানান।
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০