খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রোনালদোর বাইসাইকেল কিক নিয়ে এখনো সরগরম ফুটবলবিশ্ব। জুভেন্টাসের বিপক্ষে সেই গোলটি এখনো চোখে লেগে আছে দর্শকদের। বলা হয়েছে, এটি চ্যাম্পিয়ন্স লিগেরই সেরা গোলের একটি।
এমন একটি গোল করার পর রোনালদো বাহবা পেয়েছেন প্রতিপক্ষদের কাছ থেকেও। গোলের পর জুভেন্টাস সমর্থকরা রোনালদোর নামে স্লোগান দিয়েছিল।
গতকাল রাতে বার্নাব্যুতে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ। ম্যাচের আগে বল নিয়ে মাঠে নামেন রোনালদো জুনিয়র। বাবার মতো সেও বাইসাইকেল কিক নেয়। মাঠ উপস্থিত দর্শকরা রোনালদোর ছেলের এমন কিক দেখে বিস্মিত হন। সমর্থকরা তো ধরেই নিয়েছে নতুন ৭ নম্বর খেলোয়াড় পেতে যাচ্ছে ফুটবলবিশ্ব।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০