খবর২৪ঘণ্টা ডেস্ক: যুবদলের সাধারন সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকের সাদা পোশাকে পুলিশ তুলে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। সোমবার দিবাগত রাত ১২টার পর এ ঘটনা ঘটে।
পারিবারিক ও দলীয় সূত্র জানায়, উত্তরার ১৩ নাম্বার সেক্টরের রোড ১৩ ও বাড়ি নাম্বার ২৭-এ এসে রাত ১২টার পর এসে পৌঁছানোর পর বাসার গেটের সামনে থেকে ড্রাইভার ও সঙ্গে থাকা একজনসহ সালাউদ্দিন টুকুকে ধরে নিয়ে যায় সাদা পোশাকধারী পুলিশ। এসময় ওই এলাকায় থাকা সিসিটিভি খুলে নিয়ে যায় তারা।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ ঘটনা নিশ্চিত করেছেন।
রিজভী আহমেদ বলেন, সরকারের লোকেরাই তাকে তুলে নিয়ে গেছে। অবিলম্বে তাকে থানায় সোপর্দ অথবা জনসম্মুখে আনার দাবি জানাচ্ছি।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০