খবর২৪ঘণ্টা, ডেস্ক: সন্ত্রাসবাদ নিয়ে একঘরে পাকিস্তান৷ এই পরিস্থিতিতে একের পর এক বৈঠক এবং সেই সঙ্গে হুঁশিয়ারি জারি করে চলেছে এই প্রতিবেশী দেশ৷ বাদ নেই সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘনের পর্বও৷ ভারতীয় বায়ুসেনার এয়ারস্ট্রাইক এবং সেই সঙ্গে একইদিনে দ্বিতীয়বার প্রত্যাঘাতে ভারতীয় জওয়ানদের পাক সেনা ক্যাম্প গুঁড়িয়ে দেওয়ায় রীতিমতো ভীত সন্ত্রস্ত পাকিস্তান এবার পাল্টা জবাব দিতে চাইবে বলে মনে করা হচ্ছে৷
যদিও ভারত প্রস্তুত যে কোনও পরিস্থিতির জন্য, সেই বার্তা আগেই স্পষ্ট করে দিয়েছেন ভারতের তিন সেনাপ্রধান৷ এমতাবস্থায় পাকিস্তান তার শেষ তুরুপের তাস কাজে লাগাবে কিনা সেই প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠছে৷ ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী, পাক প্রধানমন্ত্রী পরমাণু অস্ত্র নিয়ে বৈঠকে বসতে চলেছেন৷ বুধবারই ন্যাশনাল কমান্ড অথরিটির বৈঠক ডাকা হয়েছে ইসলামাবাদে৷ যেখানে পরমাণু অস্ত্র সংক্রান্ত বিষয় নিয়ে আলচনা হতে পারে বলে জানা যাচ্ছে৷
প্রসঙ্গত, ডন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, মোশারফ বলেন, পাকিস্তান যদি একটি পরমাণু বোমা হামলা করে, তাহলে প্রতিবেশী দেশ ২০টি পরমাণু বোমা ফেলে পাকিস্তানকে নিশ্চিহ্ন করে ফেলতে পারে৷
এদিকে, বুধবারই পাক সেনা মেজর জেনারেল আসিফ গফুর দাবি করেন, PAF দুটি ভারতীয় যুদ্ধবিমানকে ধ্বংস করে৷ একটি বিমান পাক অধিকৃত কাশ্মীরে গিয়ে পড়ে, অন্যদিকে ভারতের মধ্যেই পড়ে অন্যটি৷ এর মধ্যে একজন ভারতীয় পাইলটকে তারা গ্রেফতার করে বলেও দাবি৷ তবে এর সত্যাসত্য প্রমাণিত হয়নি৷
খবর ২৪ঘণ্টা/ জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০