খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে দেশটি তেল বিক্রি বন্ধ করে দিতে পারে। কারাকাসের মোট তেল উৎপাদনের প্রায় অর্ধেক ওয়াশিংটন ক্রয় করে থাকে।
ভেনেজুয়েলা প্রতিদিন ১৯ লাখ ব্যারেল তেল উৎপাদন করে থাকে। এসব তেলের প্রায় সাড়ে সাত লাখ ব্যারেল যুক্তরাষ্ট্র ক্রয় করে।
রাষ্ট্রীয় তেল কোম্পানী পিডিভিএসএ’র আওতায় জেনারেল ম্যানুয়াল কুয়েভেদো আনুষ্ঠানিকভাবে উদ্বোধনকালে মাদুরো বলেন, ‘এখন তারা চাচ্ছে না যে আমাদের তেল তাদের কাছে বিক্রি করি। ফলে আমাদের উৎপাদিত সব তেল বিক্রির জন্য আমরা এখন এশিয়ার দেশগুলোর বাজার ধরার চেষ্টা করছি। যদিও এক্ষেত্রে বড় ধরণের কোন চুক্তি হয়নি। ’
মাদুরো আরো বলেন, যুক্তরাষ্ট্র কারাকাসের বিরুদ্ধে ‘আর্থিক নিপীড়ন চালাচ্ছে। উল্লেখ্য, ভেনিজুয়েলার রাজস্ব বাজেটের অধিকাংশ তেল বিক্রি থেকে আসে।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০