খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ইরানের সঙ্গে ওবামা শাসনামলে প্রণীত পরমাণু চুক্তি থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন। এটিকে ক্ষয়িঞ্চু ও পচা উল্লেখ করে ট্রাম্প বলেন, এই চুক্তি একজন নাগরিক হিসেবে ‘লজ্জার’ বিষয়। খবর বিবিসি, সিএনএনের।
হোয়াইট হাউজের ডিপ্লোম্যাটিক রুম থেকে দেয়া ওই ঘোষণায় ট্রাম্প বলেন, এটা আমার কাছে স্পষ্ট যে বর্তমান ক্ষয়িঞ্চু ও পচা চুক্তির অধীনে ইরানের পরমাণু বোমা তৈরি ঠেকানো যাবে না। ইরানের সঙ্গে চুক্তির গোড়াতেই গলদ রয়েছে। যদি আমরা কিছু না করি তাহলে কী ঘটবে তা আমরা জানি।
এমনকি ইরানের ওপর নতুন করে অবরোধ আরোপের ঘোষণাও দিয়েছেন ট্রাম্প। ট্রাম্প বলেন, যেকোনো দেশ ইরানকে পরমাণু অস্ত্র পেতে সহায়তা করবে তারাও ‘কঠোর অবরোধের’ মধ্যে পড়বে।
এদিকে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের জবাবে ইরান জানিয়েছে, পরমাণু শক্তি ও অস্ত্র তৈরি প্রধান উপাদান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া পুনরায় শুরুর জন্য প্রস্তুতি নিচ্ছে। দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, যুক্তরাষ্ট্রের এই ঘোষণা তাদের প্রতিশ্রুতির বরখেলাপ।
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি
তিনি বলেন, আমি ইরানের পরমাণু শক্তি সংস্থাকে প্রয়োজন পড়লে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছি। যাতে কোনো সীমাবদ্ধতা ছাড়াই আমরা শিল্প পর্যায়ে আমাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করতে পারি।
তবে রুহানি বলছেন, তিনি আরও ‘কয়েক সপ্তাহ অপেক্ষা’ করবেন। ওই পরমাণু চুক্তির বিষয়ে প্রথমে মিত্র ও অন্যান্য স্বাক্ষরকারী পক্ষের সঙ্গে আলোচনা করবেন, তারপর সিদ্ধান্ত নেবেন।
ট্রাম্পের ওই ঘোষণার পর প্রতিক্রিয়া দেখিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। এক বিবৃতিতে তিনি এটিকে ‘গুরুতর ভুল’ হিসেবে বর্ণনা করেছেন। প্রতিক্রিয়া এসেছে যুক্তরাষ্ট্রের মিত্র যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির দিক থেকেও। তারা এক বিবৃতিতে ট্রাম্পের এই সিদ্ধান্তকে ‘দুঃখজনক ও উদ্বেগজনক’ বলে উল্লেখ করেছেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০