লুইসভিল মেট্রো পুলিশ ডিপার্টমেন্টের ডেপুটি চিফ পল হামফ্রে জানিয়েছেন, পুলিশ সংবাদ পেয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় পুলিশের গুলিতে বন্দুকধারীও নিহত হয়েছেন। তার উদ্দেশ্য কী হতে পারে তা এখনও জানা যায়নি। এই মুহূর্তে ওই এলাকায় আর কোনো হুমকি নেই।
মেট্রো পুলিশ ডিপার্টমেন্টের উপপ্রধান বলেন, ব্যাংকের ভেতরে পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া একজন পুলিশ কর্মকর্তাসহ অন্তত ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কেনটাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার গোলাগুলির পর ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবার এবং লুইভিল শহরের জন্য প্রার্থনার অনুরোধ জানান।
সূত্র : দ্য নিউ ইয়র্ক টাইমস
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০