খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: যাত্রী সংকটের কারণে ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মঙ্গলবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কোনো ফ্লাইট পরিচালনা করবে না।ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন বিমানের উপ মহাব্যবস্থাপক ( জনসংযোগ) তাহেরা খন্দকার। তিনি বলেন, তবে আগামীকাল বুধবার অভ্যন্তরীণ রুটে চারটি ফ্লাইট পরিচালনা করা হবে।
তাহেরা খন্দকার বলেন, বুধবার সৈয়দপুর রুটে ২টি, সিলেট রুটে ১টি এবং চট্টগ্রাম রুটে ১টি ফ্লাইট পরিচালনা করা হবে।
এছাড়া বিমানে যাত্রী সংকট কাটাতে ভাড়া কমানোর বিষয়ে কর্তৃপক্ষ কাজ করছে বলেও জানান তিনি। তবে কি পরিমাণ ভাড়া কমানো হবে এ বিষয়ে তিনি জানাতে পারেন
এছাড়া বিমানে যাত্রী সংকট কাটাতে ভাড়া
কমানোর বিষয়ে কর্তৃপক্ষ কাজ করছে বলেও জানান তিনি। তবে কি পরিমাণ ভাড়া
কমানো হবে এ বিষয়ে তিনি জানাতে পারেননি।
করোনাভাইরাসের কারণে দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর অভ্যন্তরীণ তিন রুটে সোমবার (১ জুন) ফ্লাইট চালু করে বিমান। খবর২৪ঘন্টা/এবি
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০