খবর ২৪ ঘণ্টা ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। তার নাম নুর মোহাম্মদ রহমান (৩৬)।
মঙ্গলবার দিনগত রাত পৌনে ১২টার দিকে যাত্রাবাড়ীর জনপদ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুর মোহাম্মদ রহমান নীলফামারী সদর উপজেলার বাগমাড়ি মোল্লাপাড়ার মৃত সমসের আলীর ছেলে।
যাত্রাবাড়ী থানার এসআই মো. আজহারুল ইসলাম জানান, রাত ১২টার দিকে জনপদ মোড় আলম রেঁস্তোরার সামনে একটি ট্রাক নুর মোহাম্মদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ট্রাকের নিচে চাপা পড়েন তিনি।
পরে ওই কনস্টেবলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের সঙ্গে থাকা পরিচয়পত্রের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়। নুর মোহাম্মদের পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছেন বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০