খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাভেদ পাটোয়ারী বলেছেন, সাংবাদিক সাগর-রুনি হত্যা মামলা তদন্তে পুলিশ ব্যর্থ নয়, মামলা তদন্তে পুলিশের উপর কোন চাপও নেই। মামলার অগ্রগতির জন্য পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে। হত্যার রহস্য উদঘাটনের জন্য কাজ করছে র্যাব। যাচাই বাছাইয়ের কারণেই সময় বেশি লাগছে। অবশ্যই আদালত চাইলে তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হবে।
বুধবার বরিশাল জেলা পুলিশ লাইন্সে পুলিশ ব্যারাক ভবন, গৌরনদী সার্কেল অফিস ও আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্র ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইজিপি আরও বলেন, দেশে সাম্প্রতিক সময়ে ধর্ষণের ঘটনা বেড়েছে এবং পুলিশ সবগুলো ঘটনাই যথাযথ আইনগত ব্যবস্থা নিয়েছে। তবে ধর্ষণ রোধে সামাজিকভাবে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
এ সময় বরিশালের ডিআইজি মো. শফিকুল ইসলাম ও পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে জেলা পুলিশের ফোর্সদের জন্য ৬ তলা বিশিষ্ট ব্যারাক নির্মাণ করা হয়েছে। আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত এই ব্যারাকে প্রায় সাড়ে ৫শ’ ফোর্স একই সাথে বসবাস করতে পারবেন।
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০