খবর২৪ঘণ্টা, ডেস্ক: যশোর সদর আসনের এমপি কাজী নাবিলের বাসভবনসহ আওয়ামী লীগ ও যুবলীগের ৪ নেতার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার দিবাগত রাত ২ টার পর একের পর এক ককটেল হামলার ঘটনা ঘটে। এতে করে আতঙ্কিত হয়ে পড়ে মানুষ।
জানা গেছে, শনিবার রাত ২ টার পর প্রথমে যুবলীগ নেতা শাহিন চাকলাদের ভাইয়ের হোটেলে ককটেল হামলার ঘটনা ঘটে। পরে আরো দুই আওয়ামী লীগ নেতার হোটেল ও তেলের পাম্পে ককটেল হামলার ঘটনা ঘটে। এরপর দুর্বৃত্তরা ককটেল হামলা চালায় সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিলের বাসভবনে।
খবর ২৪ঘণ্টা/ জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০