খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে আরও ১২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) জিনোম সেন্টার সূত্রে এ তথ্য জানা গেছে।
আক্রান্তদের মধ্যে, যশোরে ৯ জন, ঝিনাইদহে ২ জন ও নড়াইলে ১ জন রোগী রয়েছেন। এ ফলাফলে শুধু যশোর জেলাতেই আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ জনে।
যবিপ্রবি’র অনুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও জিনোম সেন্টারের সহকারি পরিচালক অধ্যাপক ইকবাল কবীর জাহিদ গণমাধ্যমকে বলেন, ল্যাবে সর্বশেষ যশোরের ৪১টি, ঝিনাইদহের ২০টি, নড়াইলের ২২টি, মাগুরার ১১টি ও চুয়াডাঙ্গার ১টি মিলে সর্বমোট ৯৫ টি নমুনার পরীক্ষা করা হয়। যার মধ্যে ১২টি’তে করোনা পজিটিভ পাওয়া গেছে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০