জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে 'মহান একুশে ফেব্রæয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' ২০২২ উদযাপন করা হয়েছে। শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. এফ. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. মাসুদুল হাসান খান (মুক্তা) এর নেতৃত্বে সকাল ৭:৩০ মিনিটে জুবেরি ভবন থেকে প্রভাতফেরী শুরু করার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং শহীদদের রুহের মাগফেরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে দোয়া করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রভাতফেরী পরবর্তী আলোচনা সভায় সদস্যগণ অভিমত ব্যক্ত করেন যে, অমর একুশের অবিনাশী চেতনা বাংলাদেশের মানুষের মুক্তির সংগ্রামে অফুরন্ত প্রেরণা ও অসীম সাহস যুগিয়েছে। যা পরবর্তীতে জনগণের সকল গনতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামে রুপান্তরিত হয়ে ৭১এ এক রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে অর্জিত হয় মহান স্বাধীনতা।
আলোচনা সভায় ফোরামের সম্মানিত সদস্যরা বাংলা ভাষাকে জাতিসংঘের অন্যতম একটি দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি প্রদানের দাবি জানান। এছাড়াও ভাষা আন্দোলন এবং শহীদদের স্মৃতি রক্ষার্থে আরও কার্যকরী ভূমিকা পালনের দাবি জানান। সভায় ভাষা শহিদদের রুহের মাগফিরাত কামনা করার পাশাপাশি সকল ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা ও অভিনন্দন জানানো হয় এবং তাঁদের পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
বিএ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০