খবর২৪ঘণ্টা ডেস্ক: ময়মনসিংহের চাঞ্চল্যকর মোহাম্মদ বাবু ওরফে পিউ বাবু হত্যা মামলার অন্যতম প্রধান আসামি সারফান ইসলাম ওরফে বাবু (২৮) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
রোববার রাত ৩টার দিকে নগরীর তিনকোণা পুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ডিবি’র কনস্টেবল শফিকুল ও ২নং পুলিশ ফাঁড়ির কনস্টেবল আনিছুর আহত হয়েছেন। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্র জানায়, রোববার হত্যা মামলার প্রধান আসামি সারফান ইসলাম বাবুকে ঢাকা থেকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশের এলআইসি শাখা। পরে রাত ৩টার দিকে তাকে নিয়ে পলাতক আসামি রাজিবসহ অন্যদের ধরতে নগরীর তিনকোণা পুকুরপাড় এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রাজিবসহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জন পুলিশের ওপর আক্রমণ করে। পুলিশও পাল্টা গুলি করলে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হন বাবু। পরে হামলাকারীরা পালিয়ে গেলে গুলিবিদ্ধ অবস্থায় বাবুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এ সময় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. আশিকুর রহমান বলেন, নিহত সারফান ওরফে বাবু একাধিক হত্যা মামলার আসামি। নগরের কাঁচিঝুলি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২০ এপ্রিল মোহাম্মদ বাবু ওরফে পিউ বাবুকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেন বাবু ও তার সহযোগীরা।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০