খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: ঘন কুয়াশায় ময়মনসিংহের ত্রিশালে একসঙ্গে কয়েকটি বাসের ধাক্কায় কমপক্ষে ৪০ যাত্রী আহত হয়েছেন। সোমবার সকাল ৮টার দিকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ত্রিশাল উপজেলার বগার বাজার চৌরাস্তা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ত্রিশাল থানার ওসি জাকিউর রহমান জানান, ত্রিশাল থেকে ভালুকার উদ্দেশে যাচ্ছিল স্থানীয় রাসেল গার্মেন্টসের একটি বাস। এ সময় পেছন থেকে একটি বাস সজোরে ধাক্কা দেয়। এরপর পেছনের বাসগুলোর একটির সঙ্গে আরেকটির ধাক্কা লাগে। এর ফলে দুমড়ে মুচড়ে যায় বাসগুলো। আহত হন বিভিন্ন যানবাহনের ৪০ যাত্রী। তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
তিনি জানান, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এতে আধা ঘণ্টা ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ঢাকামুখী অংশে যান চলাচল বন্ধ ছিল। আহতদের উদ্ধারের পর যান চলাচল স্বাভাবিক হয়।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০