দিয়েগো আরমান্দো ম্যারাডোনা,বিশ্বের বুকে যিনি ফুটবল ঈশ্বর বলেই অধিক পরিচিত। সেই ফুটবল ঈশ্বরের ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত গোলগুলোর মধ্যে ‘হ্যান্ড অব গড’ খ্যাত গোলটি অন্যতম।
১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে হাত দিয়ে গোলটি করেছিলেন আর্জেন্টাইন এই প্রয়াত কিংবদন্তি।
‘হ্যান্ড অব গড’ খ্যাত গোলটি যে বল দিয়ে করেছিলেন সেই বল নিলামে তোলা হচ্ছে। আসছে নভেম্বরে বলটি নিলামে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন আলী বিন নাসের। তিনি পেশায় ছিলেন রেফারি। তিউনিশিয়ার এই রেফারিই সেই ম্যাচে ইংল্যান্ড-আর্জেন্টিনার বিখ্যাত কোয়ার্টার ফাইনালটি পরিচালনা করেছিলেন।
তার চোখ এড়িয়েই হাত দিয়ে বল জালে জড়িয়েছিলেন ম্যারাডোনা। লম্বা সময় বলটি নিজের কাছে রেখে দিয়েছিলেন তিউনিশিয়ার নাসের। তবে এবার সেটি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ধারণা করা হচ্ছে আড়াই থেকে তিন মিলিয়ন পাউন্ডে বিক্রি করা যাবে বলটি। ‘হ্যান্ড অব গড’ খ্যাত বলটি নিলামে তোলা নিয়ে আলী বিন নাসের বলেন,
বলটি আন্তর্জাতিক ফুটবল ইতিহাসের অংশ। বলটিকে পৃথিবীর সামনে তুলে ধরার এটিই সঠিক সময় বলে মনে করছি। আমি আশা করি, ক্রেতা এই বলটিকে জনসাধারণের সামনে তুলে ধরার ব্যবস্থা করবেন।
কেবল সেই বল নয় এই তিউনিশিয়ান রেফারির কাছে ম্যারাডোনার স্বাক্ষরকৃত জার্সিও রয়েছেন। সেগুলোও সামনে নিলামে তুলবেন তিনি। তিউনিশিয়ান আলী বিন নাসেরের পরিচালিত সেই ম্যাচে আর্জেন্টিনা ২-১ গোল ব্যবধানে জয়লাভ করেছিল। ‘হ্যান্ড অব গড’ খ্যাত গোলের পর ম্যারাডোনা সেই ম্যাচে ‘গোল অব দ্য সেঞ্চুরি’-ও উপহার দিয়েছিলেন দর্শকদের।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০