খবর২৪ঘণ্টা, ডেস্ক: দুই আর্জেন্টাইন নায়কের সম্পর্ক এখন তলানিতে এসে পৌঁছেছে। রাশিয়া বিশ্বকাপের সময়ে আর্জেন্টাইন সাংবাদিকদের কাছ থেকেই জানা যায়, দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপের পর থেকেই লিওনেল মেসি এবং দিয়াগো ম্যারাডোনার সম্পর্ক খারাপ হতে শুরু করে। এবার মেক্সিকোয় একটি টিভি অনুষ্ঠানে মেসিকে কটাক্ষ করলেন ম্যারাডোনা।
আর্জেন্টাইন মহাতারকা তার অনুজ মেসির উদ্দেশে বলেন, ‘‘মেসি মাঠে নামার আগে কারও সঙ্গেই কথাবার্তা বলে না। মাঠে নেমেই নেতৃত্ব বুঝে নিতে চায়। খেলার আগে সতীর্থ বা কোচের সঙ্গেও আলোচনাও করে না। তাদের সঙ্গে আলোচনার থেকে প্লে স্টেশনে খেলতেই বেশি পছন্দ করে মেসি। ম্যাচের আগে যে মানুষটা ২০ বার বাথরুমে যায়, তাকে আপনি কখনোই নেতা হিসেবে মেনে নিতে পারবেন না।’’
ম্যারাডোনা কখনোই নেতা মেসিকে মেনে নিতে পারেননি। আগেও বহুবার বলেছেন মেসি দলকে অনুপ্রাণিত করতে পারেন না। এবার আরও আক্রমণাত্মক মারাদোনা। ১৯৮৬ সালের মহানায়কের এমন কটাক্ষ বার্সেলোনার মহাতারকার কানে নিশ্চয়ই পৌঁছেছে। মেসি অবশ্য আর্জেন্টিনার ম্যারাডোনাকে জবাব দেননি।
ফুটবল বিশ্বে মেসিকে ‘ঈশ্বর’ বলা হয়। কিন্তু ম্যারাডোনা তাদের সঙ্গে সহমত পোষণ করেননি। তিনি জানান, ‘‘মেসি আর্জেন্টিনার একজন প্লেয়ার। ঈশ্বর নন।’’ মেসি সম্পর্কে কড়া মন্তব্য করলেও বাস্তবকে উপেক্ষা করছেন না ম্যারাডোনা। মেসির উপর থেকে চাপ সরিয়ে নেওয়া উচিত বলেই মনে করেন তিনি। চাপমুক্ত মেসিকে পেতে হলে তার উপর থেকে নেতৃত্বের বোঝা সরিয়ে নেওয়া উচিত বলেই মনে করেন ম্যারাডোনা।
তিনি বলেন, ‘‘মেসির কাছ থেকে নেতৃত্ব সরিয়ে নিতে হবে। আমরা সবাই চাই ও মেসি হিসেবেই খেলুক। কারণ নেতৃত্ব থাকলে মেসি কোনদিনই মেসি হয়ে খেলতে পারবে না।’’
খবর২৪ঘণ্টা.কম/জন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০