নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মোহনপুর উপজেলার কেশরহাট থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির নেতা আফজাল হোসেন (৩৩) কে আটক করেছে পুলিশ। আটক আফজাল রাজশাহীর তানোর উপজেলার সরনজাই গ্রামের মহসিন আলীর ছেলে। বুধবার বিকেল ৪টার দিকে তাকে কেশরহাট থেকে আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করে রাজশাহী জেলা পুলিশের সিনিয়র এএসপি আব্দুর রাজ্জাক খান জানান,
বুধবার বিকেল ৪টার দিকে বোয়ালিয়া থানার ৩টি নাশকতার মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির নেতা আফজালকে গ্রেফতার করা হয়েছে। তাকে জেলা পুলিশ মোহনপুর উপজেলার কেশরহাট থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে ৩টি নাশকতার মামলা রয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আরো জানানো হয়।
খবর ২৪ ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০